একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দিবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। প্রতিষ্ঠাকালীন পরিচালনায় ছিলেন ২২ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টরস। ১৮৬০ সালের সোসাইটি অ্যাক্ট দ্বারা সংগঠনটি নিবন্ধিত । সংগঠনটিতে  যুক্ত আছেন চিকিৎসক, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার ও শিক্ষক এই ৪টি পেশার জাতীয়তাবাদী পেশাজীবীবৃন্দ। বর্তমানে সদস্য হিসেবে যুক্ত হওয়া শুরু হয়েছে আইনজীবী ও সাংবাদিক পেশার জাতীয়তাবাদী নেতৃবৃন্দ।

২০০০ সালের ১৪  এপ্রিল, (১লা বৈশাখ,)  খুলনা জেলার দীঘলিয়া ও রূপসা থানায় আয়োজিত স্বাস্থ্যমেলার সফল আয়োজন দিয়ে যাত্রা শুরু হয় এই সংগঠনের। “একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা” এই স্লোগানকে মূলমন্ত্র ধরে যাত্রা শুরু করা জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর ভিশনারি প্রেসিডেন্ট জনাব তারেক রহমান বিশ্বাস করেন আমাদের দেশের প্রতিটি মানুষ যদি ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেন তাহলে এই দেশে অর্থনৈতিক উন্নতি আসবেই। এ লক্ষ্যে তিনি প্রাথমিক অবস্থায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যখাতে, শিক্ষাখাতে, কৃষিখাতে বিভিন্ন ধরনের সেবামূলক প্রকল্প গ্রহণ করেন। এরপর জিয়াউর রহমান ফাউন্ডেশন আর থেমে থাকে নাই বিভিন্ন জনকল্যানমুলক, দেশের ক্রান্তিলগ্নে জনগনের পাশে থেকে সেবা প্রদান ও সামাজিক উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে।


উল্লেখযোগ্য কাজ :

  • ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন
  • বন্যার্তদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদান
  • বগুড়া ও চট্টগ্রামে অ্যাজমা কেয়ার ও প্রিভেনশন সেন্টার স্থাপন
  • ঠোঁটকাটা, তালুকাটা এবং পোড়া রোগীদের জন্য প্লাস্টিক সার্জারি ক্যাম্পের আয়োজন।
  • সামাজিক বনায়ন প্রকল্প গ্রহণ
  • উন্নত মানের বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরন প্রকল্প
  • বন্যার সময়ে উঁচু জায়গায় বীজতলা তৈরি ও চারা বিতরণ
  • দারিদ্র্য বিমোচন কর্মসূচির অংশ হিসেবে হাঁস-মুরগি, ছাগল ও মাছের পোনা বিতরণ
  • বন্যাকবলিত এলাকায় কমল (বিশুদ্ধ) পানি সরবরাহ
  • অস্বচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনায়ক জনাব তারেক রহমান এর কর্মময় জীবনের আলোকে সৃজনশীল প্রকাশনা
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর কর্মময় জীবন-কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আলোকচিত্র প্রদর্শনী
  • রোহিঙ্গা সংকটে ত্রাণ ও চিকিৎসা সহায়তা
  • গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পঙ্গুত্ববরণকারী নেতা কর্মীদের কৃত্রিম পা প্রতিস্থাপন
  • গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহত ও আহত নেতা কর্মীদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান
  • করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
  • ২৪ ঘন্টা মোবাইল হটলাইন সেবার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান
  • জিয়াউর রহমান ফাউন্ডেশন
  • ফেসবুকের মাধ্যমে লাইভ স্বাস্থ্যসেবা প্রদান করে।
  • বেসরকারি মেডিকেল কলেজে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের সুরক্ষায় পিপিই, মাস্ক, গ্লাভস ও হ্যান্ডস্যানিটাইজার প্রদান
  • ফাউন্ডেশনের প্রকৌশলীদের উদ্যোগে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ দেশের বিভিন্ন জেলায় হাত ধোয়ার উদ্দেশ্যে বেসিন স্থাপন করা হয়।
  • করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীকে অক্সিজেন সেবা
  • পাইলট প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান
  • ফাউন্ডেশনের শিক্ষকদের উদ্যোগে করোনাকালীন স্থবির শিক্ষাব্যবস্থায় প্রাণের স্পন্দন ফিরিয়ে আনতে আয়োজন করা হয় ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতা “মেধাবী যোদ্ধার খোঁজে”।
  • ফাউন্ডেশনের ওভারসিজ কমিটির চিফ এ্যাডভাইজার ডা. জুবাইদা রহমান এর পরিকল্পনায় ভার্চুয়াল বিজ্ঞান মেলা “ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে” আয়োজন।
  • অসহায়,দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ
  • শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
  • গুম খুন নির্যাতিত বিএনপির কর্মীদের পরিবারকে শিক্ষা সহায়তা ও চিকিৎসা সহায়তা (ঔষধ) প্রদান
  • রিহ্যাবিলিটেশন কমিটির মাধ্যমে নির্যাতিত কর্মীদের চিকিৎসা প্রদান

একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা এই স্লোগানকে মূলমন্ত্র ধরে সৃষ্ট সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠার ২২ বছরে করোনাকালীন দেশের চরমতম ক্রান্তিলগ্নে বিরামহীন কর্মযজ্ঞের মাধ্যমে প্রমান করে দিয়েছে “একটু সতর্কতা, একটু সচেতনতা, রুখে দিবে  করোনার শক্তি, এনে দেবে আমাদের মুক্তি”। সম্প্রতি দেশের বন্যা পরিস্থিতিতে জিয়াউর রাহমান ফাউন্ডেশন সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়েছে।

এভাবেই সকলের ছোট ছোট উদ্যোগ আর সম্মিলিত  প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতের  যে কোন সংকটময় পরিস্থিতি মোকাবেলা  করতে সর্বদা সচেষ্ট থাকবে জিয়াউর রহমান ফাউন্ডেশন।